পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় স্ত্রীকে তালাক দেয়ার অভিযোগে আদালতের নির্দেশে শনিবার রাতে ফকর উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। আটককৃত ব্যক্তির বাড়ি উপজেলার ঘাগড়া ইউনিয়নের খাটুয়ারী গ্রামে।
পুলিশ জানাায়, গত পাঁচ বছর আগে আটককৃত ফকর উদ্দিন উপজেলা সদরের রাজপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে রুনা আক্তার (২৫) কে বিয়ে করেন। বিয়ের তিন বছর পর পারিবারিক কলহের জের ধরে ফকর উদ্দিন তার স্ত্র্রী রুনাকে তালাক দিলে রুনা খরপোষের অভিযোগ এনে নেত্রকোনা পারিবারিক আদালতে তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশে পুলিশ তাকে আটক করে রবিবার নেত্রকোনা জেলহাজতে প্রেরণ করে।