পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় তৃতীয় দফার ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন শানিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৯ দলীয় জোটের সকল প্রার্থীরা জয়লাভ করায় আ’লীগের চরম ভরাডুবি ঘটেছে। চেয়ারম্যান পদে স.ম বাবর আলী, ভাইস চেয়ারম্যান পদে মাওঃ শেখ কামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানারা খাতুন জয়লাভ করেছে বলে বেসরকারি প্রাপ্ত ফলাফলে জানাগেছে। শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। দুই একটি বিচ্ছৃন্ন ঘটনা ছাড়া তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে ৫৯ হাজার ১শ’ ৪২ ভোট পেয়েঞ্চ ১৯ দলীয় জোটেরঞ্চ জেলা বিএনপি’র উপদেষ্টা সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ সম বাবর আলী (দোয়াতকলম) বেসরকারিভাবে জয়লাভ করেছে। নিকটতম উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান আনারস প্রতীক পেয়েছেন ৩৮ হাজার ৪শ’ ৮৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি ৭ প্রার্থীর মধ্যে উপজেলা জামায়াতের আমির মাওঃ কামাল হোসেন (টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে জামায়াত নেত্রী শাহানারা খাতুন (কলস) প্রতিক বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে বলে জামায়াত নেতা এ্যাড. আব্দুল মজিদ জানান।
সুত্রমতে প্রকাশ ১০ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত খুলনা পাইকগাছা উপজেলা পরিষদ। এখানে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৬০৩, যার মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ ও মহিলা ৯২ হাজার ১৩৭জন। মোট ভোট কেন্দ্র ৬৯টি, কক্ষ ৪৪২।