জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলকে করে সংঘর্ষ আ’লীগ ও বিএনপির মধ্যে চলাকালে গুলাগুলির খবর পাওয়া গেছে। সংর্ঘষে স্থানীয় এমপির এপিএস শিপন, দৈনিক উর্মিবাংলা প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি হারুনুর রশীদ, তোতা মিয়া, মজিদসহ ১০ জন আহত হয় দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান- ২৮নং বাহাদুরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্সের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে আ’লীগের সমর্থকরা দখলের চেষ্টা করে। বিএনপি বাঁধা দিলে উভয় দলের মধ্যে সংর্ঘষ হয়। একই দিন সানন্দবাড়ীর তিলকপুর ভোট কেন্দ্র সংর্ঘষ চলছিল।