ads

রবিবার , ১৬ মার্চ ২০১৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাইগারদের দাপটে বিধ্বস্ত আফগানরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৬, ২০১৪ ১১:৫৮ অপরাহ্ণ

-bd_4শ্যামলবা্ংলা স্পোর্টস : টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটের  বিশাল জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।
১৬ মার্চ রবিবার দুপুরে টসে জিতে বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।  ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। বাংলাদেশের বোলারদের দাপটে ১৭ ওভার ১ বল খেলেই গুটিয়ে যায় আফগানরা। মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় তারা।

Shamol Bangla Ads

খেলতে নেমে দলের কেউই তিরিশের কোটা পেরুতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন গুলবাদিন নবী।  বাংলাদেশের পক্ষে অলরাউন্ডার সাকিব আল হাসান একাই নিয়েছেন ৩ টি উইকেট। ২টি উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক।  নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার বলে ক্যাচ তুলে দিয়ে প্রথম বলেই সাজঘরে ফেরেন মোহাম্মদ শেহজাদ।

এরপর দলীয় ৩৬ রানের মাথায় আফগান শিবিরে আঘাত হানেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নজিব তারাকাই ও গুলবাদিন নবীর উইকেট ২টির পতন ঘটান তিনি।
৩৬ রানের মাথায় নওরোজ মোগলকে সাজঘরে পাঠান মাহমুদুল্লাহ।  দলীয় ৪৯ রানের মাথায় আব্দুর রাজ্জাকের বলে অধিনায়ক মুহম্মদ নবীর উইকেটের পতন ঘটে।  ৫৮ রানের মাথায় মাঠ ছাড়েন করিম সাদিক। রান আউট হয়ে সাজঘরে ফেরত যান তিনি। বলটি করেছিলেন আব্দুর রাজ্জাক।  দলীয় ৬৯ রানের মাথায় আবারও আঘাত হানেন আব্দুর রাজ্জাক। এলবিডাব্লিউয়ে মাঠ  ছাড়েন শামিউল্লাহ শেনওয়ারি।  এরপর দলীয় সংগ্রহে কোন রান যুক্ত না করেই আউট হন শফিউল্লাহ। মাহমুদুল্লার বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি।  এরপর দলীয় সংগ্রহে ৩ রান যুক্ত হতেই একে একে মাঠ ছাড়েন দৌলত জাদরান ও শাপুর জাদরান।

Shamol Bangla Ads

৭২ রানের মামুলি লক্ষে খেলতে নেমে দুই উদ্বোধনী ব্যাটস ম্যান তামিম ইকবাল ও আনামুল হক করেন ৪৫ রান। দলীয় ৪৫ রানের মাথায় ২১ রান করে আউট হন তামিম ইকবাল। এরপর জুটি গড়েন অলরাউন্ডার সাকিব আল হাসান ও আনামুল হক। তাদের ব্যাটিং দাপটে ৪৮ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৮ মার্চ চট্টগ্রামে নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১৭.১ ওভারে ৭২ (শাহজাদ ০, নাজীব ৭, নাইব ২১, মঙ্গল ০, নবী ৩, সাদিক ১০, শফিকুল্লাহ ১৬, সামিউল্লাহ ১, দৌলত ১, শাপুর ১, আফতাব ০*; সাকিব ৩/৮, রাজ্জাক ২/২০, ফরহাদ ১/২, মাহমুদুল্লাহ ১/৮, মাশরাফি ১/৮)

বাংলাদেশ: ১২ ওভারে ৭৮/১ (তামিম ২১, এনামুল ৪৪*, সাকিব ১০*; সামিউল্লাহ ১/১৪)

ম্যাচ সেরা: সাকিব আল হাসান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!