ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধ : ঝিনাইগাতী উপজেলার এসএবিসি’র উদ্যোগে অর্পিত সম্পত্তি অধ্যাদেশ বনাম আদিবাসীদের প্রথাগত ভূমি অধিকার সংরক্ষণ অন্তরায় শীর্ষক এক কর্মশালা গতকাল রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এসবিসি’র পরিচালক রবেদা ম্রংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, এসবিসি’র নির্বাহী পরিচালক নীলিপ ম্রং, অসিম কুমার প্রমূখ। এ সেমিনারে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে আদিবাসীরা অংশ গ্রহণ করে।