ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আর্বিভাব তিথি মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ ছাতকের উদ্যোগে রোববার মহাভিষেক পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে মহাপ্রভূর প্রতিকৃতিসহ পৌর শহরে বর্ণাঢ্য নগর সংকীর্ত্তন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। শোভাযাত্রাটি শহর পরিক্রমা শেষে গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া প্রাঙ্গনে এসে শেষ হয়। বিকেলে মন্ডলীভোগস্থ কালিমন্দির প্রাঙ্গনে গুরু ও বৈষ্ণববন্দনা, যুগধর্ম, হরিনাম সংকীর্ত্তন, কীর্ত্তন মেলা, শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ, সন্ধ্যায় গৌরাঙ্গ মহাপ্রভুর মহা অভিষেক, তুলসি আরতি, গৌর আরতি, নৃসিংহ আরতি, ভজনকীর্ত্তন ও জাগ্রত ছাত্র সমাজের পরিচালনায় হরেকৃষ্ণ সন্ধ্যা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, ইসকন সিলেটের অন্যতম ভক্ত শ্রী সুধর্ম দাস ও ছাতক নামহট্টের সভাপতি সীমান্ত দ্বীপ দাস।