ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকের পলীতে প্রেমিক যুগল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রোববার দুপুরে নোয়ারাই ইউনিয়নের কুরিয়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। একই কক্ষে প্রেমিক যুগলের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এ মর্মান্তিক ঘটনাটি দেখতে ঘটনাস্থলে ভীড় জমায়। প্রেমিকা চম্পা রানী বিশ্বাস (১৮) কুরিয়া গ্রামের মৃত দিগেন্দ্র বিশ্বাসের কন্যা ও প্রেমিক বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কুবেরাই গ্রামের করুনা বিশ্বাসের পুত্র। স্থানীয়রা জানায়, কাকার শ্যালক করুনা বিশ্বাসের পুত্র দিলীপ বিশ্বাসের সাথে চম্পা রানী বিশ্বাসের প্রেমের সম্পর্ক গড়ে উঠে পারিবারিক আত্মীয়তার সুবাদে। দিলীপ বিশ্বাস লাফার্জ সুরমা সিমেন্ট কারখানায় ঠিকাদারের অধিনে অস্থায়ী শ্রমিকের কাজ করায় প্রায়ই চম্পা বিশ্বাসের বাড়িতে যাওয়া আসা করে। দীর্ঘদিনের চলে আসা প্রেম বিয়েতে পরিনত করতে উভয় পরিবারের লোকজন তাদের মাঝখানে দেয়াল হয়ে দাড়ায়। পরিবারের লোকজনের বাঁধার প্রতিবাদ জানায় তারা আত্মহত্যার মাধ্যমে। মান-অভিমানে রবিবার দুপুরে চম্পার বাড়ি সংলগ্ন বন্ধ থাকা ব্র্যাক স্কুলের তীরের সাথে গলায় রসি পেছিয়ে দিলীপ বিশ্বাস ও একই তীরের সাথে গলায় শাড়ি পেছিয়ে চম্পা রানী বিশ্বাস আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছে।