চারঘাট রাজশাহী প্রতিনিধি : তৃতীয় দফা নির্বাচনে এবার চারঘাট উপজেলার চেয়ারম্যান পদ আবারও ছিনিয়ে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান পদপ্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ। আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন চারঘাট জামায়াত আমির নাজমুল হক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নেত্রী তহমিনা খাতুন। চারঘাট থেকে কোন পদেই বিজয়ী হতে পারেনি আওয়ামীলীগ প্রার্থী। শনিবার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার কামরুজ্জামান ভোটের ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, এ উপজেলায় ভোট গ্রহণের হার ৬৩%। ৬৫ হাজার ২ শত ৪৫ ভোট পেয়ে আবু সাইদ চাঁদ (মটরসাইকেল) প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। তার নিকট তম প্রতিদ্ব›দ্বী উপজেলা আ’লীগের যুগ্ম আহবায় ফকরুল ইসলাম (আনারস) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৪১ হাজার ৫ শত ১৪। চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন (কাপপিরিচ) প্রতিক নিয়ে ৩ শত ৩৩ ভোট পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারঘাট জামায়াত আমির নাজমুল হক (তালা) প্রতিক নিয়ে ৬৩ হাজার ৮ শত ২, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আ’লীগের মোস্তাক আহমেদ মিঠুন (চশমা) প্রতিক নিয়ে ৩৯ হাজার ১ শত ৭৬ হাজার, বিএনপির জহুরুল ইসলাম জীবন (টিউবওয়েল) প্রতিক নিয়ে ২ হাজার ৯ শত ৮৫, কামরুল ইসলাম (টিয়াপাখি) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২৫টি ভোট। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির তহমিনা খাতুন (ফুটবল) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৬১ হাজার ১ শত ৩১৫। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী তাজমিরা কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৭ শত ৮৬। আর আ’লীগের বিদ্রোহী জমেলা বেগম (প্রজাপতি) প্রতিক নিয়ে ৫ হাজার ২ শত ২৭ ভোট পেয়েছেন।