কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে ঝন্টু (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ভোরে ভেড়ামারা উপজেলার বারোমাইল সংলগ্ন পদ্মা নদী থেকে বালু উত্তোলনের সময় ট্রলার থেকে পড়ে যায়।
পরে রবিবার সকাল ১১টায় তার লাশ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
ঝন্টু বারোমাইল হঠাৎপাড়া এলাকার এলাকার সুজন আলীর ছেলে।
ভেড়ামারা তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া প্রতিবন্ধী সংগঠনের সংবাদ সম্মেলন
প্রতিবন্ধী ব্যাক্তিদের সামাজিক ও রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন করেছে।
রবিবার সকাল ১১টায় শহরের পালকি রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন, রোকেয়া সুলতানা ময়না।
প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রতিবন্ধী ফেডারেশন এর সভাপতি আজগর আলী,সাধারন সম্পাদক রূপচাঁদ আলী ও এডিডি ইন্টারন্যাশনালের কমিউনিটি মোবিলাইজার আব্দুর রাজ্জাক।
সংসদে সংরক্ষিত নারী আসনের মতো প্রতিবন্ধীদের জন্য আলাদা সংরক্ষিত আসনের দাবী জানানো হয়।
এসময় বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্্র মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।