নড়াইল প্রতিনিধি : আওয়ামীলীগ নেতার রগ কর্তনের ঘটনাকে কেন্দ্র করে লন্ডভন্ড হয়ে গেছে নড়াইলের কালিয়ার কৃষ্ণপুর গ্রাম। ১৫ মার্চ শনিবার রাতে ওই গ্রামের দশটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও সর্বস্ব লুটে নিয়েছে দুস্কৃতকারীরা। ওই সময় দূর্বৃত্তদের অস্ত্রের আঘাতে ২ মহিলা আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার সময় ঘটনাস্থলের পাশেই পুলিশ থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে ক্ষতিগ্রস্থদের অভিযোগ রয়েছে।
এলাকাবাসি ও ক্ষতিগ্রস্থরা জানান,ওই গ্রামের আবু বাদ্যকারের মেয়ে নাজমা অপহরনের মামলাকে কেন্দ্র করে শনিবার সকালে একই গ্রামের আওয়ামীলীগ নেতা ও চাচুড়ী ইউপির সাবেক চেয়ারম্যান সরিদ হোসেন মোল্যার হাতপায়ের রগ কর্তনের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে ওইদিনই রাত ৮ টার দিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজির হোসেন মোল্যার নেতৃত্বে ৫০/৬০ জনের একদল সশস্ত্র লোক গ্রামটিতে হামলা চালিয়ে আসাদুজ্জামান ছোট,মিল্টন মোল্যা,তকি বিশ্বাস,জাহিদ বিশ্বাস,সাইফুল বিশ্বাস,পলাশ বিশ্বাস,পিকলু মোল্যা,মিরাজ বিশ্বাস,ইস্রাফিল মোল্যা ও নেদু মোল্যার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। হামলাকারীদের আঘাতে মিনি বেগম(৩৫) ও আসমা বেগম(৪০) আহত হন। ক্ষতিগ্রস্থ আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, হামলাকারীরা পুলিশ সাথে নিয়ে আসার কারনে পুরুষরা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় হামলাকারীরা বিনা বাধায় প্রায় দুই ঘন্টাব্যাপি তান্ডব চালিয়ে তাদের সর্বস্ব লুটে নেয়। আর পুলিশ পালন করে নিবর দর্শকের ভূমিকা। কালিয়া থানার এসআই রকিবুল ইসলাম ওই অভিযোগ অস্মীকার করে বলেছেন,ঘটনার খবর পেয়ে তিনি ঘটনা স্থলে যান। এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। কালিয়া থানার ওসি সুভাস বিশ্বাস বলেছেন,ঘটনার খবর তিনি পেয়েছেন, তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।