কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : আসন্ন উপজেলা নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থীরা কলারোয়ার সোনাবাড়িয়ায় গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার দিনভর মানুষের সাথে ভোটপ্রার্থনা শেষে বিকেলে সোনাবাড়িয়া প্রাইমারী স্কুলে আয়োজিত পথসভায় প্রধান অতিথি ছিলেন এড.মুস্তফা লুৎফুল্লাহ। সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা আনোয়ার ময়না, ওয়ার্কার্সপার্টির নেতা মাস্টার আ.রউফ, আ’লীগ নেতা অধ্যা.এমএ ফারুক, সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, আরাফাত হোসেন প্রমুখ। সভটি পরিচালনা করেন ইউনিয়র আ’লীগের সা.সম্পাদক মনিরুল ইসলাম মেম্বর।
কলারোয়ায় তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত
কলারোয়ায় শনিবার থেকে শুরু হয়েছে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান। তুলশিডাঙ্গা শুভংকারকাটি (গোগ) রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে শ্রীমান মহাপ্রভুর ৫২৯তম আবির্ভাব উপলক্ষ্যে ৩৯তম বার্ষিক অষ্ট প্রহরব্যাপী অখন্ড হরিনাম সংকীর্ত্তণ শনিবার শুরু হয়েছে। চলবে সোমবার পর্যন্ত। নামামৃত পরিবেশনায় আছেন আনন্দ মোহন, হরিদাশ, জগৎবন্ধু, হরিবাসর সম্প্রদায়।
কলারোয়ায় সুজন’র সভা
কলারোয়ায় সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’র এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কলারোয়া পাবলিক ইন্সটিটিউট অফিসে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সুজনের ভারপ্রাপ্ত সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ। উপস্থিত ছিলেন সহ.সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সা.সম্পাদক মেহেদি হাসান, সদস্য দেলোয়ার হোসেন, সদস্য প্রভাষক বিএম ফিরোজ, প্রচার সম্পাদক শেখ শাহজাহান আলী শাহীন, সদস্য মাস্টার মাসউদ পারভেজ, আশরাফ হোসেন, আ.রাজ্জাক, ডা.রেজাউল হক, প্রভাষক আরিফ মাহমুদ, আলহাজ্ব বিএম আফজাল হোসেন পলাশ প্রমুখ।
কলারোয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিলে বাধা
শিক্ষক-শিক্ষার্থী লাঞ্চিতের প্রতিবাদে বের হওয়া কলারোয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিলে বাধা ও আক্রমণ করেছে একদল যুবক। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। কলারোয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু জানান, কলারোয়া সরকারি কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদাণের লক্ষ্যে যাওয়ার প্রাক্কালে উপজেলা মোড় এলাকায় বাধা ও আক্রমণ করে কতিপয় ব্যক্তিরা। তবে বাধা উপক্ষো করে জেলা প্রশাসক ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদাণ করেছেন শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিনিধি দল। উলে¬¬খ্য, সম্প্রতি কতিপয় যুবক কর্তৃক কলারোয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু ও এক ছাত্রকে লাঞ্চিত করার প্রতিবাদে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচী ও প্রতিবাদ করে আসছে। ইতোমধ্যে লাঞ্চিতের ঘটনায় ২যুবককেও আটক করেছে পুলিশ।