আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দক্ষ ম্যানেজিং কমিটি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দিয়ে পরিচালিত প্রতিবছর এসএসসি পরীক্ষার সফলতা অর্জনে সক্ষম সহ সর্বদিক থেকে যোগ্যতা থাকা সত্বেও বগুড়ার আদমদীঘির সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমী মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ ১৪ বছরেও এমপিওভুক্ত করা হয়নি। ফলে বিনা বেতনে শ্রম দেয়া এই প্রতিষ্ঠানে কর্মরত ১৩ জন শিক্ষক কর্মচারী তাদের সরকারী বেতন ভাতাতি না পেয়ে মানবেতর জীবন যাপন করছে।
আদমদীঘির সান্দিড়া গ্রামের শিক্ষানুরাগি এনামুল হক দরিদ্র জনগোষ্ঠিকে শিক্ষিত করার মানসে স্থানীয় বেশ কিছু শিক্ষানুরাগিদের নিয়ে ২০০১ সালে সান্দিড়া গ্রামের পাশে শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমি নামের একটি মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালে প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি লাভ করে। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ ১০ জন শিক্ষক, ১ জন অফিস সহকারি ও ২জন এমএলএসএস রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৩ শতাধিক। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিষয় ছাড়াও রয়েছে উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধিনে এসএসসি পরীক্ষা কেন্দ্র। বিদ্যালয়টি মনোরম পরিবেশে বিশাল খেলার মাঠ, শহীদ মিনার, ষ্টার ক্লাব ও ষ্টার কিল্ডার গার্ডেন নামের প্রতিষ্টানও রয়েছে বিদ্যালয় চত্তরে। সরকারি ভাকে ৪৭ লক্ষাধিক টাকা ব্যায়ে একটি একাডেমিক ভবন নির্মান কাজ প্রায় সমাপ্তির পথে। সুনাম ধন্য এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই এসএসসিতে জিপিএ-৫ সহ শত ভাগ পরীক্ষার্থি কৃতকার্য হয়ে আসছে বলে প্রধান শিক্ষক এনামুল হক জানান। হাটি হাটি পাপা করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি মানুষ গড়ার কান্ডারি হিসাবে নিজে স্বাবলম্বী হয়ে রয়েছে। চারিদিক থেকে সফলতা অর্জন থাকলেও দীর্ঘ প্রায় ১৪ বছর হতে চলেছে বিদ্যালয়টি এখনও এমপিওভুক্ত হয়নি। ফলে প্রতিষ্ঠানে বিনা বেতনে কর্মরত শিক্ষক কর্মচারীরা সরকারী বেতন ভাতাদি না পেয়ে তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিনুর ইসলাম খান সহ এলাকাবাসি প্রতিষ্ঠিন এই শিক্ষা প্রতিষ্ঠানটি জরুরী ভিত্তিতে এমপিওভুক্ত করার দাবী জানান।