সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে বে-সরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ও ইস্পাহানী ইসলামীয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের সহযোগীতায় প্রবীনদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় নিজস্ব এরিয়া অফিস কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবিরের শুভ উদ্বোধন ঘোষনা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর ইসলাম। এ সময় এরিয়া ম্যানেজার মোঃ আঃ আলিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যালয়ের কনসার্ন অফিসার এসএ হালিম, প্রোগ্রাম অফিসার আসিফ আরিফিন, এরিয়া ফিন্যান্স অফিসার মঞ্জুরুল করিম, শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান, শমসের আলী প্রমুখ। আলোচনা সভা শেষে আগত প্রবীনদের চক্ষু চিকিৎসা করেন ইস্পাহানী ইসলামীয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের নওগাঁ ব্রাঞ্চ মেডিকেল অফিসার ডাঃ রেশমা সুলতানা।