শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আশরাফ হোসেন খোকা (আনারস) ২৮ হাজার ৭শ ২২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপি সমর্থিত আব্দুর রহিম দুলাল (কাপ-পিরিচ) পেয়েছেন ২৫ হাজার ৭শ ২৯ ভোট। এছাড়া জামায়াত সমর্থিত নুরুজ্জামান বাদল (ঘোড়া) পেয়েছেন ২৩ হাজার ২শ ১৬ ভোট।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুলাহ আল মামুন (চশমা) ৩৯ হাজার ৮শ ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লিপি বেগম (ফুটবল) ৬৩ হাজার ৫শ ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।