শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শ্রীবরদী উপজেলা নির্বাচনে ১৫ মার্চ শনিবার শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম ছিল।
দুপুরে চাউলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছ থেকে ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে জেলা ছাত্রদল নেতা তুহিন, রাসেল, রবিউল ও যুবদল নেতা আনারকে গ্রেফতার করে পুলিশ।
রিটার্নিং কর্মকর্তা হায়দর আলী জানান , ৫৫-৬০ ভাগ ভোটার ভোট দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শেরপুরের সহকারী পুলিশ সুপার শাজাহান মিয়া ৪ ছাত্রদল নেতা গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।