পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের নেত্রকোনার পূর্বধলা উপজেলার ককুয়াখালী ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজটি অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাকসহ ধসে পড়ে। এতে ওই সড়কের দুই দিক থেকে আসা শতশত যানবাহন আটকে গিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ১৫ মার্চ শনিবার সকালে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকাল আটটার দিকে ময়মনসিংহ থেকে জারিয়া গামী অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ক-১১৪৩৯১) ঝুকিপুর্ণ ওই বেইলী ব্রীজটি পার হওয়ার সময় ট্রাকসহ ধসে পড়ে।
ফলে দুই দিক থেকে আসা যানবাহন আটকে গিয়ে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীসহ সাধারণ পথচারীরা পড়েন দূর্ভোগে।
প্রায় একযুগ ধরে সওজ কর্তৃপক্ষ ব্রিজটিকে অসংখ্য তালি পট্টির মাধ্যমে কোন ভাবে নড়বড়ে অবস্থায় যানবাহন চলাচলের উপযোগী করে রাখার চেষ্ট চালাচ্ছে। সেতুর দুই দিকে ‘ঝুকিপূর্ন সেতু, ৫ টনের অধিক মালামাল পরিবহন নিষেধ’ লিখা সাইনবোর্ড টানিয়ে কর্তৃপক্ষ দায় সারছে।
স্থানীয়রা জানান, কিছু দিন পর পর এই ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙ্গে যায়। আর এক বার ভেঙ্গে গেলে মেরামতের জন্য সময় লাগে প্রায় এক মাস।
্এ ব্যাপারে নেত্রকোনা সওজ নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, সেতুটি নতুন করে নির্মানের জন্য ইতোমধ্যেই দরপত্র আহবান করা হয়েছে ও বিকল্প সেতুর কাজ শুরু করা হবে।