স্টাফ রিপোর্টার : শুক্রবার দুপুরে শেরপুরের জেলা কারাগারের জেলার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ বিকাশ রায়হান কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে জেল কর্তৃপক্ষ। এ সময় জেলা কারাগারের সুপার মুজিবুর রহমান, ডেপুটি জেলার মোঃ সোবাহান, সুবেদার আব্দুল বারী সহ কারারক্ষীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ২০১১ সালে জেলার বিকাশ রায়হান টাঙ্গাইল কেন্দ্রীয় কারাগার থেকে বিদায় নিয়ে শেরপুরে যোগদান করেন। শেরপুরে দীর্ঘ তিন বছর জেলার হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে তার কর্মদক্ষতার মাধ্যমে সফলতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে সর্ব মহলে সফলতার দাবীদার হিসেবে পরিচিতি লাভ করেন। তার বদলীর খবরে কারা অভ্যন্তরে থাকা হাজতি ও কয়েদিদের মাঝে নীরবতা দেখা দিয়েছে। অপরদিকে গতকাল শুক্রবার দুপুরে জেলারের বিদায় উপলক্ষ্যে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেরপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আসাদুজ্জামান মোরাদ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুলাহ রানা। উলেখ্য, জেলার বিকাশ রায়হান আগামী রোববার খুলনার কেন্দ্রীয় কারাগারের জেলার হিসেবে যোগদান করবেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।