রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট মডেল মহিলা বিএম ও কৃষি ডিপ্লোমা কলেজে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি শ্রেনী কক্ষ ভস্মিভূত হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় শনিবার রাজারহাট থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে। খবর পেয়ে রাত ১০টার দিকে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই কলেজটির ৪টি কক্ষের আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বলেন, আগুনে ৯০ ফুট দৈর্ঘের ও ২৩ ফুট প্রস্থের ৪ টি শ্রেনী কক্ষবিশিষ্ট আধাপাকা ঘরটি ও লাইব্রেরীর একাংশ, প্রয়োজনীয় বই এবং আসবাবপত্র সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, কলেজে বিদ্যুতের কোন সংযোগ ছিল না। কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে তা এখন পর্যন্ত উদঘাটন করা সম্ভব হয়নি।