মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার হস্তক্ষেপে বাল্য বিয়ে রোধ হয়েছে মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সাদিয়ার (১২)। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাদিয়ার বাল্য বিয়ে বন্ধ করেন এবং তার লেখাপড়া করার সুযোগ করে দিতে পরামর্শ দেন।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতার গ্রামের দুলু’র মেয়ে স্কুল ছাত্রী সাদিয়ার বিয়ে ঠিক হয় সদর উপজেলার যাদবপুর গ্রামের কাবার ছেলে রানার (২২) সাথে। গতকাল শুক্রবার বিয়ের দিন ধার্য্য হয় এবং সময় মত বরপক্ষ বিয়ে বাড়ি পৌছায়। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু এমন সময় উপজেলা নির্বাহী অফিসার সেখানে হাজির হন।
মেহেরপুর শিল্পকলা একাডেমির বার্ষিক প্রীতি ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গতকাল শুক্রবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির বার্ষিক প্রীতি ভোজ ও সাংস্কৃকতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক প্রীতি ভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান। মাহাবুবুল হক মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মেলিনা সুলতানা, সরকারি মহিলা কলেজের প্রভাষক বিলকিস আক্তার হেলেনা, সানোয়ারা বেগম, বিটিসিএল’র সাবেক প্রকৌশলী ইউনুচ আলী, শ্বাশত নিপ্পন, শিল্পকলার সংগীত প্রশিক্ষক সাফিনাজ আরা ইরানী, শামীম জাহাঙ্গীর সেন্টু, বারিকুল ইসলাম লিজন প্রমুখ। পরে সেখানে র্যাফেল ড্র ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তানিয়া আলী, সাবিনা ছাত্তার মিতা, ফৌজিয়া আফরোজ তুলি, মৌসুমী ঢালী,
মেহেরপুর ১ম বিভাগ হ্যান্ডবলে চাঁদবিল জয়ী এবং অপর খেলা ড্র
মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় মেহেরপুর লিওন স্টার ও মেহেরপুর ব্রাদার্স স্পোটিং ক্লাবের মধ্যেকার খেলাটি ড্র হয়। এছাড়া অপর খেলায় চাঁদবিল শেরে বাংলা ক্লাব জয়লাভ করেছে।
গতকাল শুক্রবার দিনের প্রথম খেলায় মেহেরপুর লিওন স্টার ও মেহেরপুর ব্রাদার্স স্পোটিং ক্লাবের মধ্যেকার খেলাটি ৩-৩ গোলে ড্র হয়। লিওন স্টারের পক্ষে শাওন ২ টি ও নায়েব ১টি গোল করেন এবং ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের পক্ষে বিদ্যুৎ ২টি ও সজিব ১টি গোল করেন। দিনের অপর খেলায় মেহেরপুর চাঁদবিল শেরে বাংলা ক্লাব ৫-২ গোলে মেহেরপুর প্রগতী পরিমেল পরাজিত করেছে। চাঁদবিল শেরে বাংলা ক্লাবের মামুন ও আশফিক ২টি করে ও ইয়ারুল একটি গোল করেন। প্রগতি পরিমেলের পক্ষে রুমেল ও জীবন একটি করে গোল করেন।
মেহেরপুরে এমসিএল ক্রিকেট টুর্মামেন্টের দল গঠনের প্রস্তুতি
মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর এমসিএল ক্রিকেট টুর্মান্টে অংশ গ্রহনের জন্য মেহেরপুরের দল গঠনে শতাধিক ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৯ টায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাছাই অনুষ্ঠানে এমসিএল ক্রিকেট টুর্নামেন্টের আহŸায়ক শাহিনুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়বাজার ক্রিকেট একাডেমির সভাপতি ও সংগঠক শাহাদাত হোসেন বুড়ো, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদব এমদাদ হোসেন, মিডিয়া পার্টনায় মেহেরপুর নিউজ ২৪ ডক কমের বার্তা সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ,লেভেল এ ক্রিকেট কোচ মাসুদ, ইমরুল কায়েস ক্রিকেট একাডেমির পরিচালক মজ্ঞুরুল ইসলাম মাঞ্জা, সাবেক ফুটবলার আবু শামা, সাবে ক্রিকেটার লিটিল, জনি, রিমন প্রমুখ। নিবন্ধিত ক্রীকেটারদের আজ শনিবার বিকেল সাড়ে ৩ টায় একই মাঠে স্বাক্ষাতকার অনুষ্ঠিত হবে।