কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে Fix Our Phone Right! (ফোন অধিকার নিশ্চিত করুন!) প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় পরিষদ চত্ত¡র থেকে একটি র্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলীর, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আজাদ ফরিদ আহমেদ, কালীগঞ্জ পৌরসভা কাউন্সিরর আশরাফুল আলম রিপনসহ কালীগঞ্জ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ। সভায় ভোক্তা অধিকার ও আইন সম্পর্কে আলোচনা করা হয়।