ads

শনিবার , ১৫ মার্চ ২০১৪ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশেষ ধরনের পোষাক পড়ে তাক লাগালেন পলাশের এমপি পোটন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০১৪ ৫:৫৫ অপরাহ্ণ

15-নরসিংদী প্রতিনিধি : পলাশের এমপি কামরুল আশরাফ খান পোটন আবারো জনতাকে তাক লাগিয়ে দিয়েছেন। প্রথমবার তাক লাগিয়েছেন হঠাৎ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে। দ্বিতীয়বার তাক লাগিয়েছেন পলাশ আসনে নৌকাকে ডুবিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে। এবার তাক লাগিয়েছেন ড্রিম হলিডে পার্কের একটি অনুষ্ঠানে আকর্ষনীয় পোষাক পড়ে। এমপি পোটনের এই আকর্ষণীয় পোষাক ছিল ড্রিম হলিডে পার্কের শুক্রবারের সবচেয়ে আলোচিত বিষয়।
জানা গেছে, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী কল্যান তহবিল, নরসিংদী শাখা  শুক্রবার ড্রিম হলিডে পার্কে এক পিকনিক পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন পলাশের নব নির্বাচিত স্বতন্ত্র এমপি কামরুল আশরাফ খান পোটন। বিকেল ৪ টায় অনুষ্ঠান চলাকালে একটি কালচে রং’র দামী ল্যান্ডক্রইজার গাড়ী নিয়ে ড্রিম হলিডে পার্কে উপস্থিত হন। গাড়ী থেকে এমপি পোটন হালকা নীল রং’র একটি বিশেষ নেট জামা পড়ে নামার সাথে সাথে উপস্থিত শত শত মানুষের দৃষ্টির ঝড় পতিত হয় এমপি পোটনের উপর। নিচে জিন্সের স্কিন টাইট প্যান্ট, গায়ে সাদা গেঞ্জি, এর উপর হালকা নীল রং’র কোট কাটিং জামা পড়ে রাস্তা দিয়ে হেটে যাবার সময় অনেকে ভাবে হয়তো কোন ছবির স্যুটিং হচ্ছে। কেউ বলছে নায়ক আসছে, আবার কেউ বলছে ভিলেন আসছে। কিছুক্ষণের মধ্যে সকলের ধারনা ভেঙ্গে দিয়ে বিশেষ পোষাক পরিহিত ব্যক্তি পোটন মঞ্চে গিয়ে বসে পড়েন। পরে মাইক থেকে শ্লোগান দেয়া হয় পোটন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তখন সকলের ভুল ভাঙ্গে যে, তিনি কোন ছবির নায়ক, কিংবা কোন ভিলেন নন। তিনি হচ্ছেন সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। এদিকে অনুষ্ঠান চলাকালে এবং অনুষ্ঠান শেষে এমপি পোটনের এই বিশেষ পোষকটি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে ড্রিম হলিডে পার্কের দর্শকদের মধ্যে। এই পোষাকটি নিয়ে পক্ষে বিপক্ষেই আলোচনা হয়েছে। কেউ বলেছে এমপি পোটন আসলেই একজন স্মাট এমপি । আর তা তার পোষাকের মধ্যেই ফুটে উঠেছে। তিনি যে পোষাকটি পড়েছেন তা ইতঃপূর্বে বাংলাদেশের কোন এমপি, মন্ত্রী বা রাজনীতিকদের পড়নে দেখা যায়নি। তিনি একমাত্র এমপি যিনি সম্পূর্ণ নতুন ধরনের একটি পোষাক পড়ে অনুষ্ঠানে আতিথ্য নিয়েছেন। পক্ষান্তরে এই পোষাকের সমালোচনাও করেছেন অনেকে। সমালোচকরা বলেছে পোষাক যার যার ব্যক্তিগত ব্যাপার। যে কোন ব্যক্তি তার পছন্দসই পোষাক পড়তেই পারেন। তবে একজন ভিআইপি হিসেবে তার এই পোষাকটির গ্রহণযোগ্যতা নেই। এই পোষাকটি শুধু মাত্র তিনি তার বাড়ী কিংবা অফিসে পড়তে পারতেন।আর পড়তে পারেন কোন সিনেমার নায়ক, ভিলেন কিংবা কোন কমেডিয়ানরা। এটি কোন অনুষ্ঠানের পোষাক হতে পারে না। এটি একজন আইন প্রনেতার পোষাক হিসেবে মানানসই নয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!