পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ২টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন সহ এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।
পুঠিয়া থানার ডিউটি অফিসার এএসআই মতিউর রহমান তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার পুলিশের একটি দল উপজেলার বেলপুকুরিয়া নামক স্থানে শুক্রবার রাতে মহাসড়কে গাড়ী তল্লাশী চালায়। অভিযান চলাকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জ গামী যাত্রীবাহী বাস আলট্রা মর্ডান পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৩৫১৭) তল্লাশী করে। তল্লাশী কালে নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলা উত্তর শাবদী গ্রামের লিয়াকত আলীর পুত্র শরীফ আলী(৩৪)এর সীটের উপরে বাংকারে রাখা কালো একটি ব্যাগের ভিতরে ২টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী শরীফ আলীকে আটক করে। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ আবু ওবাইদা খান বলেন, অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আসামীকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।