নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ভোটের টাকা লেন দেন বিষয় কে কেন্দ্র করে মা ও ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলা নির্বাচনের দিন দুপুরে শালখুরিয়া ইউনিয়নের বড় তেতুলিয়া (হিন্দুপাড়া) গ্রামে। আহতরা হলো ওই গ্রামের শ্রী ফুল চানের স্ত্রী শ্রীমতি জোসনা রানী (২৮) ও তার ছেলে বিদ্যুত (১৩)। আহত জোসনা রানী জানান তার প্রতিবেশী শ্রী শুকরের ছেলে নিবারন চন্দ্র উপজেলা নির্বাচনে অংশ গ্রহনকারী একজন প্রার্থীর নিকট থেকে টাকা নিয়ে আসে এবং ওই টাকা পকেটস্থ করে। বিষয়টি আলোচনা সমালোচনার এক পর্যায়ে নিবারন তার বাহিনী নিয়ে তাদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছ