রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রত্মাই সীমান্তে ১৫ই মার্চ ভোররাত ৩.৩০টায় ইব্রাহিম (২৮) নামে এক বাংলাদেশীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বিএসএফ। তাকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিজিবি সূত্রমতে, রত্মাই স্কুল হাট গ্রামের ইউসুফ আলীর ছেলে ইব্রাহিম আলী ১৫ই মার্চ ভোররাত ৩.৩০টায় রত্মাই সীমান্তের ৩৮২/৪ সাব পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে ১৪ ভারতীয় সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। বেলা পৌনে ১২টায় উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আটক বাংলাদেশীকে ফেরৎ দেওয়া হয়নি, ইসলামপুর থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে বলে পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ প্রতিনিধি সোনামতি ক্যাম্পের এসি পুষ্টরাজ জানান। এসময় বিজিবির পক্ষে নাগরভিটা ক্যাম্প কমান্ডার সুবেদার শহিদুল্লাহ উপস্থিত ছিলেন। ঠাকুরগাও-৩০ বিজিবি সেঃ কমান্ডার লেঃ কর্নেল গোলাম মোস্তফা বাংলাদেশী আটকের বিষয়টি নিশ্চিত করেন।