চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর সদরের থানা বাজার এলাকায় শনিবার সকালে এক নকল সোনা বিক্রেতাকে জনতা আটক করে গনধোলাই দিয়েছে। আটককৃত হারু হোসেন ধানকুনিয়া গ্রামের কিতাই প্রামানিকের ছেলে।
জানা গেছে, দোলং মহল্লার মৃত মেছের মোল্লার মেয়ে গার্মেন্ট কর্মী রেহেনা খাতুন ঢাকা থেকে বাড়ি ফেরার সময় চাটমোহর বাসষ্ট্যান্ড নেমে হারুর ভ্যানে চড়ে।
হাসপাতাল গেট এলাকায় যাওয়ার পথে মাটিতে ফেলে দেওয়া একটি কাগজে মোড়ানো প্যাকেট তুলে আনে হারু। পরে প্যাকেটি খুলে একটি স্বর্ণের বার বের করে রেহানা খাতুনের কাছে ২ হাজার টাকায় বিক্রি করে।
কিছুক্ষণ পর রেহানা স্বর্ণের বারটি পরীক্ষা করে দেখেন সেটি নকল সোনা। খোঁজাখুজির একপর্যায়ে স্টার মোড় এলাকায় ভ্যান চালক হারুকে দেখতে পেয়ে রেহানা চিৎকার শুরু করলে জনতা এগিয়ে আসে। পরে ঘটনাটি জানার পর প্রতারক হারুকে আটক করে গনধোলাই দেয়। পরে টাকা ফেরত নিয়ে প্রতারক ভ্যান চালক হারুকে ছেড়ে দেওয়া হয়েছে। ইদানিং চাটমোহরের বিভিন্ন জায়গায় প্রতারক চক্রের সদস্যরা এভাবে নকল স্বর্ণের বার বিক্রি করে সাধারন মানুষের সাথে প্রতারণা করছে।