গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদকের টাকার জন্য পিতাকে মারধর ও ঘরের আসবাপপত্র ভাংচৃর করায় সুমন মিয়া নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন তার অসহায় পিতা। ১৫ মার্চ শুক্রবার সকালে পৌর শহরের চর শিলাসী এলাকায় ওই ঘটনা ঘটে ।
জানা যায়, গতকাল শুক্রবার সকালে পৌর শহরের চর শিলাসী এলাকার মাদকাসক্ত সুমন মিয়া (২২) তার পিতা চানু মিয়ার কাছে ২০হাজার টাকা দাবী করে। টাকা দিতে না পারায় সুমন ক্ষিপ্ত হয়ে ঘরের আসবাপত্র ভাংচুর করে। এ সময় বাড়ি থেকে ২টি গাভী বিক্রির উদ্দেশ্যে নিয়ে যেতে চাইলে তার পিতা বাধা দেয়। এতে সুমন মোটা কাঠ দিয়ে তার পিতা চাঁনু মিয়াকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে চাঁনু মিয়া মাদকাসক্ত ছেলে সুমন মিয়াকে পুলিশের হাতে তুলে দেন। চাঁন মিয়া জানায়, প্রায়ই সুমন টাকার জন্য গালি-গালাজ, মারধর ও বাড়িতে ভাংচুর করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুলাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।