শ্যামলবাংলা বিনোদন : বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত টি টোয়েন্টি বিশ্ব¦কাপের উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টে ব্যান্ডদল মাইলসের পরিবেশনা না হওয়ার পেছনে ‘ষড়যন্ত্র’ এবং ‘ প্রি অ্যারেঞ্জড আন্ডারস্ট্যান্ডিং’য়ের অভিযোগ করেছেন দলটির ফ্রন্টম্যান শাফিন আহমেদ। সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুকে পোস্ট করা এক ভিডিওতে ওই অভিযোগ তোলা হয়েছে।
বৃহষ্পতিবার আয়োজিত আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ-২০১৪ এর সেলিব্রেশন কনসার্টে সংগীত পরিবেশন করেন ভারতীয় সুরকার এ আর রেহমানসহ ভারতীয় শিল্পীদের একটি দল, মার্কিন হিপহপ আর্টিস্ট একন এবং বাংলাদেশী মিউজিক্যাল ব্যান্ড ও শিল্পীরা। ওই কনসার্টে বাংলাদেশের অপর ব্যান্ড দল এলআরবির আগে মাইলসের গাওয়ার কথা থাকলেও তাদেরকে পরিবেশন করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন শাফিন। বৃহস্পতিবার রাতে আপলোড করা ১১ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওর পুরোটা জুড়েই ছিল শাফিনের একক বক্তব্য।
এর পক্ষ থেকে কনসার্টের ইভেন্ট ম্যানেজার প্রতিষ্ঠান গ্রে অ্যাডভার্টাইজিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাইফুল আজিম বলেন, মাইলস সময়মতো মাঠে ছিল না। আজম নিজেকে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।
পোস্ট করা ভিডিওতে শাফিন বলেন, প্রোগ্রাম যেভাবে সাজানো ছিল তাতে অর্ণব, সোলস ও তার পরে আমাদের বাজানোর কথা। সন্ধ্যাবেলা টাইমমতো আমরা মাঠে উপস্থিত হই। যখন সোলস তাদের পার্টটা মাত্র শেষ করে নামল। তখন আমরা মাইলস সর্ম্পূর্ণভাবে উপস্থিত সকল মেম্বার নিয়ে।
ভিডিওতে মাইলসের বক্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে সাইফুল আজিম মন্তব্য করেন, এটা আনপ্রফেশনাল, অবান্তর ও হাস্যকর। কারণ হিসেবে তিনি দাবি করেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী মাইলসের মাঠে উপস্থিত থাকার কথা ছিল বিকেল চারটায়। তাদের মঞ্চে ওঠার কথা ৫ টা ২৪-এ। কিন্তু তারা হাজির হয় সাড়ে পাঁচটায়। ওই মঞ্চ খালি না রেখে এলআরবিকে ওঠাতে বাধ্য হন তারা।
ওই কনসার্টে প্রতিটি ব্যান্ডদল ২০ মিনিট করে পরিবেশন করার কথা থাকলেও মাইলসের স্লট সহ ৪০ মিনিট পারফর্ম করে এলআরবি।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)