হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দূর্ঘটনায় এক কৃষক নিহত হয়েছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়,গত বৃহঃস্পতিবার (১৩ মার্চ) রাতে হোসেনপুর-দেওয়ানগঞ্জ সড়কে উপজেলার সাহেবেরচর গ্রামের মৃত ছাহেদ আলীর ছেলে কৃষক সুলতান মিয়া (৪৫)মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলার ধুলিহর শহীদ মুক্তো গেইটের সামনে দ্রæতগামী একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করলেও মাইক্রোবাসটিকে আটক করতে পারেনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হোসেনপুরে মহিলা দলের সভানেত্রী রোকেয়া বহিষ্কার
কিশোরগঞ্জের হোসেনপুরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচনে অংশগ্রহন করায় হোসেনপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী বেগম রোকেয়াকে বহিস্কার করা হয়। জানাযায়, দলীয় আর্দশ, সংগঠন বিরোধী কর্মকান্ড, ষড়যন্ত্রে লিপ্ত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠন তন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক গত ১৩ মার্চ কিশোরগঞ্জ জেলা মহিলা দলের সাধারন সম্পাদক এডভোকেট জেসমিন সুলতানা কবিতা স্বাক্ষরিত কিশোর/বহিষ্কার-(১)১৪ নম্বর পত্রের মাধ্যমে রোকেয়াকে এ বহিস্কার আদেশ দেন।