শ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও জঙ্গিবাদই নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রধান বাঁধা। তিনি ১৪ মার্চ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘সাংবাদিকদের নেতৃত্বে নারী সাংবাদিকদের অবস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। নারী সাংবাদিক কেন্দ্র ওই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় তিনি বলেন, এই তিনটি দানব সমাজ ও রাস্ট্রে বিদ্যমান। এগুলো দূর করতে না পারলে সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না।
হাসানুল হক ইনু বলেন, নারীর অধিকার একটি দীর্ঘস্থায়ী লড়াই। নারী-পুরুষ উভয়কেই এ লড়াইয়ে একসঙ্গে কাজ করতে হবে। এ লড়াই নারীর একার নয়। বর্তমান সরকারকে নারী বান্ধব উল্লেখ করে তিনি বলেন, আগে পিছে নয়, নারী-পুরুষকে একসঙ্গে পাশাপাশি চলতে হবে।
নারী অধিকার প্রতিষ্ঠায় পরিবার থেকে উদ্যোগে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মৃত্যুর আগেই সম্পত্তি ছেলেমেয়েকে সমানভাগে ভাগ করে দিয়ে যান। অন্যথায় মৃত্যুর পর সমাজ ও বিদ্যমান আইনের কারণে এটি বাস্তবায়ন নাও হতে পারে।
তথ্যমন্ত্রী আরও বলেন, নারীর সমতা চাইলে নিয়োগ, পদোন্নতি ও পদ মর্যাদায় বৈষম্য চলবে না। গণমাধ্যম উদ্যোক্তাদের প্রতি নারীদের জন্য ন্যূনতম ৩০ ভাগ কোটা রাখার পরামর্শ দিয়ে নারীর অধিকার আদায় প্রশ্নে নারী সাংবাদিকদের আহ্বান জানান।
মনোয়রা মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে একাংশের মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, ডিইউজে একাংশের সভাপতি আলতাব মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এবং অপর অংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনডেপেন্ডেন্ট পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম।