নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী জনসভার উদ্দেশ্যে আসা কর্মীদের বিএনপি কর্মী ভেবে লোহাগড়া থানা পুলিশ বেধড়ক মারপিট করেছে । এসময় ৮/১০ জন আ’লীগ নেতা কর্মী আহত হন এবং অন্তত ৫ জন কর্মীকে আটক করেছে পুলিশ। থানা অফিসার ইন চার্জ মোঃ আলমগীর হোসেন আ’লীগের জনসভায় জনগনের কাছে ক্ষমা চেয়েছেন। দুই পুলিশ কর্মকর্তাকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন এস আই আতিকুজ্জামান ও এস আই সজল।
১৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে নড়াইল-কালনা সড়কের লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর উত্তেজিত আ’লীগ নেতাকর্মীরা লক্ষীপাশা আর এল পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় উপস্থিত থাকা নড়াইল-১ আসনের আ’লীগ দলীয় এমপি কবিরুল হক মুক্তি ও নড়াইল-২ আসনের এমপি এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমানসহ দলীয় নেতাকর্মীদের কাছে ঘটনার বিচার ও আটককৃতদের মুক্তি দাবী করেন। অবস্থা বেগতিক দেখে লোহাগড়া থানা ওসি মোঃ আলমগীর হোসেন জনসভার মাইকে প্রকাশ্যে মাফ চান এবং ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন ও আটককৃতদের ছেড়ে দেয়ার আশ্বাস দেন।
প্রত্যক্ষদর্শী ও ঘটনার শিকার কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা আর এল পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আ’লীগ সমর্থিত প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর (মটর সাইকেল) জনসভায় যোগ দেয়ার জন্য নলদী ইউনিয়ন থেকে এসে লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকায় অবস্থান নেন। ওই স্থানে বিএনপি মিটিং করছে এমন ভূয়া সংবাদ পেয়ে লোহাগড়া থানার সেকেন্ড অফিসার এস আই আতিকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর চড়াও হয়ে বেধড়ক লাঠিচার্জ ও গালিগালাজ করে। এ খবর জনসভাস্থলে পৌছালে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। পরে আওয়ামী চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু তাদের শান্ত করেন।
পৌর আ’লীগ সভাপতি কাজী বনি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন নড়াইল-১ ও ২ আসনের এমপি কবিরুল হক মুক্তি ও এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, সাবেক এমপি ফরিদা রহমান, কালিয়া উপজেলা চেয়ারম্যান খাঁন শামীম রহমান ওসি, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোঃ আলী, লোহাগড়া উপজেলা আ’লীগ সভাপতি এ্যাডভোকেট দৌলত আহম্মেদ খান, সাধারণ সম্পাদক শিকদার আব্দুল হান্নান রুনু, আসিফুর রহমান বাপ্পি, যুবলীগ সভাপতি আশরাফুল আলম প্রমুখ। লোহাগড়া থানার ওসি মোঃ আলমগীর হোসেনের সাথে আজ কথা বললে জানান, আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে এবং অভিযুক্তদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)