রামু প্রতিনিধি : কক্সবাজারের রামুকেন্দ্রীয় সীমা বিহারে নবপ্রতিষ্ঠিত সত্যপ্রিয় পাঠাগারের জন্য শুক্রবার (১৪ মার্চ) বই দান করলেন কক্সবাজার কেজি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রবীণ লেখক ও গবেষক নুরুল আজিজ চৌধুরী। বই গ্রহন করেন পাঠাগারের প্রধান উদ্যোক্তা, সীমা বিহারের আবাসিক ভিক্ষু প্রজ্ঞানন্দ । এসময় উপস্থিত ছিলেন রামু প্রেস ক্লাবের উপদেষ্টা সচিত্র রামু বার্তার সম্পাদক ছড়াকার দর্পণ বড়ৃয়া, দৈনিক মানব জমিনের রামু প্রতিনিধি আল মাহমুদ ভুট্টো।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)