রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে উর্মি খাতুন (১৩) নামের অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী অপহরণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা আব্দুল ওহাব বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে রাজারহাট থানায় অপহরণের মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারী মিনারুল (২২) এর মামা নকুল মিয়া (২৮) ও নুরনবী (৩৫) কে মিলের বাজার নামক স্থান থেকে বুধবার পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার বিদ্যানন্দ ইউপি’র সুখদেব কানিপাড়া গ্রামে।
জানা যায়, ওই গ্রামের আব্দুল ওহাবের কন্যা ও সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী উর্মি খাতুনকে পার্শ্ববর্তী নীলেরকুটি গ্রামের জহির উদ্দিনের লম্পট পুত্র মিনারুল (২২) দীর্ঘদিন ধরে উর্মি খাতুনকে স্কুল যাওয়ার পথে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে উর্মি সে প্রস্তাব প্রত্যাখান করায় লম্পট মিনারুলসহ ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দল গত ১১ মার্চ সকাল ১০ ঘটিকার সময় স্কুল যাওয়ার পথিমধ্যে স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেয়ে উর্মির পিতা আব্দুল ওহাব বুধবার মিনারুলকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি অপহরনের মামলা দায়ের করে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই উত্তম কুমার বলেন, ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপহৃতা স্কুল ছাত্রী উর্মিসহ প্রধান আসামীকে গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে বলে তিনি জানান।