মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর পুলিশ জামায়াত শিবির সন্দেহে ২৭ জনকে আটক করে ৮ জনকে জেল হাজতে প্রেরণ করেছে। ৪ জনের বিষয়ে যাচাই-এর জন্য থানায় আটক রেখেছে। বাকি ১৫ জনকে ছেড়ে দিয়েছে। মেহেরপুর থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বন্দর গ্রাম থেকে সন্দেহভাজন মোট ২৭ জনকে আটক করে।
মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, ওই মামলার পলাতক আসামিরা গ্রামে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে বন্দর গ্রামে অভিযান চালানো হয়। ওই সময় ২৭ জনকে জামায়াত-শিবিরের নেতাকর্মী সন্দেহ করা হয়। পরে যাচাই শেষে ১৫ জনকে ছেড়ে দেয়া হয়। তবে ২৭ জনের মধ্যে ১৫ জনকে ছেড়ে দেওয়া হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত যাচাইয়ের জন্য আরো ৪ জনকে থানা হাজতে আটক রাখা হয়েছিলো বলে জানা গেছে। এছাড়া জামায়াত-শিবির সন্দেহে বন্দর গ্রামের ইদ্রিস আলী (৪৫), ছুরমান আলী (২০), নাজিমউদ্দিন (৪৪), আতিয়ার রহমান (২৭), আব্দুর রহিম (১৮), শওকত আলী (৩৮), তছলিম হোসেন (৩৫) ও জাফর আলীকে (৭৫) আদালতের মাধ্যমে গতকালই জেলা হাজতে পাঠানো হয়েছে। হরতাল-অবরোধের সময় সড়কের পাশে সরকারী গাছ কর্তন ও ককটেল বিষ্ফোরণের ঘটনায় গত বছরের ৪ ডিসেম্বর পুলিশের দায়ের করা মামলায় তাদেরকে আসামি দেখানো হয়।