মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : কৃষকরা স্বাবলম্বী হলে সমৃদ্ধ হবে দেশ। কৃষকদের স্বাবলম্বী হয়ে দেশকে সমৃদ্ধ করতে সাশ্রয়ী পন্থায় ফল-ফসল উৎপাদনের কোন বিকল্প নেই। এ জন্য উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। ১৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক চাষী সমাবেশে নওগাঁ জেলা প্রশাসক মোঃ এনামুল হক প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা পরিষদ হলরুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ চাষী সমাবেশে সভাপতিত্ব করেন ইউএনও আমিনুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক এসএম নূরুজ্জামান মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার একেএম মফিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার জেরিন আহমেদ, উপসহকারী কৃষি অফিসার দেওয়ান মুকিম উদ্দিন, আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।