ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে নির্বাচনী সহিংসতায় ৩ আ’লীগ নেতা জখম হয়েছে।
জানা গেছে, ১৩ মার্চ বৃহস্পতিবার রাত ১১ টার দিকে আগ্রাদ্বিগুন ইউনিয়ন আ’লীগ অফিস থেকে বাড়ী যাওয়াকালে দু’জন বিএনপি কর্মীর সাথে ‘ধামইরহাটে রঘুনাথপুর মাদ্রাসার জলসা আ’লীগ নেতা বন্ধ করে দিয়েছে এমন দাবী তুলে ইউনিয়ন আ’লীগ নেতা মাহমুদপুর (তালপুকুর) গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে সাইফুল ইসলামের বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে পিছন থেকে জামায়াত কর্মী আঃ মান্নানের ছেলে আরমান হোসেন সাইফুল ইসলামের মাথায় লাঠি দ্বারা আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় সাইফুল ইসলামের ছোট ভাই আবু সাইদ (৩০) ও একই গ্রামের আজির উদ্দিনের ছেলে আ’লীগ কর্মী মাসুদ করিম (২৫) জখম হয়। জখমীরা জানান, আ’লীগ সমর্থিত প্রার্থীর প্রচারনা করার জন্য জামায়াত কর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। জখমীরা ধামইরহাট হাসপাতালে ভর্তি আছেন শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।