যশোর প্রতিনিধি : যশোর ঝিকরগাছা উপজেলার ব্যাংদহে পারিবারিক বিরোধের জের ধরে আপন ভাই ও ভাইপোদের ধারালো অস্ত্রের আঘাতে মহির উদ্দীন নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এসময় তার পুত্র মুকুল পিতাকে রক্ষা করতে এসে অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে। পুত্র মুকুল যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।
ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার বাদ আছর মহিরউদ্দীনের (৫০) ছোট ভাই ফয়জার উদ্দীন, তার দুই পুত্র আরিফ ও বকুল ধারালো অস্ত্র নিয়ে মহিরউদ্দীনের বাড়ি ঢুকে তাকে ও তার পুত্র মুকুলকে এলোপাতাড়ি কুপায়। আহত মহির উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে সেখানে তিনি মৃত্যু বরণ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত যশোরের ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছিল।