জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ২০ হাজার ডলার জাল ডলারসহ একজনকে গেপ্তার করেছে পুলিশ। আটককতের নাম মুকুল মিয়া (৩৮)। তারবাড়ি ইসলামপুরের গোয়ালেরচরে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে সিএনজি স্ট্যান্ডে আটক হয়। তার কাছে ১শ ডলার মূল্যমানের ২টি জাল নোট পাওয়া যায়। সে প্রতারক দলের সদস্য।