শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান মিলন। আওয়ামীলীগের একক প্রার্থী নিশ্চিত করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগের উদ্যোগে কামালউদ্দিন আকনকে সমর্থন দিয়েছেন মিলন।
১৪ মার্চ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শরণখোলা প্রেসক্লাবে চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন আকন ও ছাত্রলীগের সভাপতি সোহাগের উপস্থিতিতে মিলন এ সমর্থন ব্যক্ত করে বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিুদ্ধের চেতনায় বিশ্বাসী। এলাকার উন্নয়নের কথা বিবেচনা করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রার্থীকে জয়ী করতে বৃহত্তম স্বার্থে নির্বাচন থেকে সরে দাড়িয়েছি এবং কামাল উদ্দিন আকনের আনারস প্রতীকে ভোট দেয়ার আহŸান জানাচ্ছি।