নড়াইল প্রতিনিধি : ‘শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল’ শ্লোগানে নড়াইলের কালিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও শিক্ষা মেলার আয়োজন করে কালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ।
১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হকের নেতৃত্বে প্রায় ৩০০ জন প্রাথমিক শিক্ষকের একটিদল বিশাল এক র্যালী বের করে। র্যালীটি কালিয়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা রিসোর্স সেন্টারে শেষ হয়। উপজেলার বিভিন্ন স্কুল নিয়ে গঠিত ক্লাস্টার কর্তৃক পূর্ব কালিয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভবনে শিক্ষা মেলার আয়োজন করা হয় যেখানে কোমলমতি ছাত্র-ছাত্রীদের আঁকা ছবি, নানা রকম ফল মূল, সবজি, প্রতীকি নিরাপদ শহর, আদর্শ বিদ্যালয়, চিড়িয়াখানা, আদর্শ বাড়ি, জাতীয় সংসদ ভবন, মুজিবনগর স্মৃতিসৌধ, সাভারের জাতীয় স্মৃতিসৌধ, ষাট গম্বুজ মসজিদ, শহীদ মিনারসহ আরো অনেক কিছু প্রদর্শন করা হয়। বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন হোসেনের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান, বিধান চন্দ্র রায়, চিত্তরঞ্জন সাহা ও শিক্ষক নেতৃবৃন্দ। ব্যাপক উচ্ছাস আর উদ্দিপনার মধ্য দিয়ে শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়।