গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিস কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী সাবেক ছাত্রনেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠাণ্ডু (আনারস), বিএনপি প্রার্থী গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. আব্দুল কাদের কবীর উজ্জল (দোয়াত-কলম), উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আ’লীগ প্রার্থী শহর আওয়ামী লীগের সম্পাদক মো. আব্দুল লতিফ (চশমা), বিএনপি প্রার্থী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন (টিউবয়েল), উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আ’লীগ প্রার্থী মানবাধিকার কর্মী ও মহিলা আওয়ামী লীগ নেত্রী মরিয়ম আক্তার মুক্তা (হাঁস), ও বিএনপি প্রার্থী জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা পারভীন (কলস) প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর হতে প্রার্থীরা মাইকিং করে ও পোষ্টার দিয়ে তাদের প্রতীক প্রচার করছে। আগামী ৩১মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।