মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ৫৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।আগামীকাল শনিবার ১৫ মার্চ বড়লেখা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তোফায়েল আহমদ ঝুঁকিপূর্নর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ কেন্দ্রগুলোতে পাঁচস্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্টাইকিং ফোর্স, মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা টহলে থাকবেন।
১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার এক লাখ ৪৬ হাজার ৫৮২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৩৭৪ জন এবং মহিলা ভোটার ৭৫ হাজার ২২৮ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আখন্দ জানান, ১৫ মার্চ শনিবার এ উপজেলায় ভোট সংশ্লিষ্ট বিষয় গুলো ব্যবস্থা গ্রহণ করে রাখা হয়েছে ।
৫ জানুয়ারীর সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে পুলিশের অস্ত্র ছিনতাই, ব্যালট বাক্স ছিনতাই, হামলা, ভাঙ্গচুর ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছিল সেসব কেন্দ্রে বিশেষ নজরদারীর ব্যবস্থা নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান জানান, বিশেষ করে কলাজুরা, নান্দুয়া, কাঠালতলী হাইস্কুল, দোহালিয়া, গাজীটেকা কেন্দ্র সার্বক্ষনিক নজরদারীতে রাখা হবে
এ উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের রফিকুল ইসলাম সুন্দর (কাপ পিরিচ) বিএনপির আব্দুল হাফিজ (আনারস), জামায়াতের এমাদুল ইসলাম (দোয়াত কলম) ও জাতীয় পার্টি ঘরনার আব্দুল আহাদ মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিবেকানন্দ দাস নান্টু (টিউবওয়েল) বিএনপির সাইফুল ইসলাম খোকন (তালা) জাতীয় পার্টির বাবরুল হোসেন রিয়াজ (চশমা) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সুমন আহমদ (টিয়া পাখি) প্রতীক নিয়ে লড়ছেন।অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত রাজিয়া সুলতানা (কলস) ও বিএনপির রাহেনা বেগম হাসনা ফুটবল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।