সিংড়া (নাটোর) প্রতিনিধি : স্বামী সন্তানদের সামনে গৃহীনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নাটোরের সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। নিষেধ করা স্বত্বেও ঘটনা প্রকাশ করায় আসামীরা ভিকটিমসহ পরিবারের সদস্যদের খুন করার হুমকি দিচ্ছে উল্লে¬খ করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা চেয়েছেন মামলার বাদী।
সিংড়া থানায় দায়ের করা মামলায় উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামের আশরাফের স্ত্রী রেবেকা বিবি (২৮) দাবী করেন, তার স্বামী আশরাফ আধাপাগল হলেও এক মেয়ে আবিদা খাতুন (১১) ও ছেলে এমরান আলী(৮) কে নিয়ে সংসার করছেন তিনি। কিন্তু দীর্ঘদিন থেকেই একই এলাকার আব্দুল জলিলের ছেলে এন্দা আলী (৪৫) তার মান ইজ্জতের ক্ষতি করার চেষ্টা করছে। গত ২ মার্চ তিনি স্বামী-সন্তানদের নিয়ে ঘরে শুয়ে থাকা অবস্থায় এন্দা আলী হাসুয়া হাতে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। তারা চিৎকার চেঁচামেচি করলে হাতে থাকা হাসুয়া দিয়ে সকলকে খুন করার হুমকি দিয়ে ধর্ষণের উদ্যেশ্যে তাকে ঘর থেকে টেনে বাইরে আনতে থাকে এন্দা। এসময় তার স্বামী-সন্তানদের চিৎকারে এলাকাবাসীসহ এন্দার ভাই এজা (৩৫), খোকন(২৮) ও পিতা জলিল (৫৫) ঘটনাস্থলে পৌছে এন্দাকে নিয়ে যায়।
বিষয়টি স্থানীয় মেম্বর ইসমাইল ও আজমল সহ অন্যান্যদের জানালেও এর কোন প্রতিকার পাননি। উপরন্তু আসামীরা তাকে সহ পরিবারের সদস্যদের খুন করার হুমকি দিচেছ বলে অভিযোগ করেন রেবেকা।
বিষয়টি সম্পর্কে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত এন্দা ফোনটি রিসিভ করেন নি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এসআই নুরুজ্জামান মামলাটির তদন্ত করছেন। তবে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।