রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে স্কুল থেকে বাড়ী ফেরার পথে ইভ-টিজিংয়ের স্বীকার হয়েছে দু’স্কুল ছাত্রী । এলাকার ৪ বখাটে যুবক মটর সাইকেলের চাপা দিয়ে শ্লীলতাহানী ও মারপিট করে বখাটেরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ১৩ মার্চ বৃহস্পতিবার নওগাঁর রাণীনগর উপজেলার কামতা এলাকায় ।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২টায় ৭ম শ্রেনীর দু’স্কুল ছাত্রী বাড়ী ফেরার সময় কামতা প্রাথমিক বিদ্যালয়ের অদুরে পৌছলে উক্ত এলাকার মিলন (২০), নাছিম (২২), রাব্বি (২৩) ও সাগর (২৫) নামের ৪ বখাটেরা মটরসাইকেল যোগে এসে এক স্কুল ছাত্রীর পায়ে চাকা দিয়ে চাপা দেয় । এরপর তারা দু’স্কুল ছাত্রীর ওড়না ধরে টানা-টানি করে। এসময় ছাত্রীরা চিৎকার করতে লাগলে বখাটেরা তাদের পায়ের স্যান্ডেল দিয়ে মারপিট করে পালিয়ে যায়। খবর পেয়ে এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দূত ঘটনাস্থলে পৌঁছে ইভটিজার বখাটেদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় ।
এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বখাটে মিলন, নাসিম, রাব্বী ও সাগরকে গ্রেফতারের জন্য চেষ্টা করেছি কিন্তু তারা পালিয়ে থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মাসউদ চৌধুরী জানান, বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের গ্রেফতারের জোর তৎপরতা চালানো হচ্ছে।