ঝালকাঠি প্রতিনিধি : রাজাপুরে পোস্টার ছেড়া ও নির্বাচনী অফিসের চেয়ার ভাঙচুরের পাল্টপাল্টি অভিযোগ, উত্তেজনা ঝালকাঠির রাজাপুরে আ’লীগ ও বিএনপির দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার পোস্টার ছেড়া ও নির্বাচনী অফিসের চেয়ার ভাঙচুরের পাল্টপাল্টি অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মঠবাড়ি ইউয়িন পরিষদের সামনে এ ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলেও উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সরেজমিনে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, স্থানীয় আ’লীগের সমর্থক বিপ্লব তালুকদার ও বিএনপির সমর্থক মিজান তালুকদারের মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে সকালে মিজান তার দলবল নিয়ে এসে আ’লীগের অফিসের চেয়ার ভাঙচুর করে ও পোস্টার ছেড়ে বলে অভিযোগ করেন আ’লীগ সমর্থকরা। আ’লীগের সমর্থকরাও একই স্থানের বিএনপির অফিসের চেয়ার ভাঙচুর করে ও পোস্টার ছেড়ে বলে অভিযোগ বিএনপির সমর্থকদের। এদিকে একটি লাল রঙের ভাঙ্গা চেয়ার উভয় পক্ষের দাবি করে কাড়াকাড়ির ঘটনা ঘটলে পুলিশ চেয়ারটি থানায় থানায় নিয়ে যায়। বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাসিম উদ্দিন আকন অভিযোগ অস্বীকার করে দাবি করে জানান, ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন তার নির্বাচনী অফিসের চেয়ার ভাঙচুর করে ও পোস্টার ছিড়ে তার কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এবং আ’লীগের লোকজন নিজেরা নিজেদের অফিসের চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিড়ে নাটক সাজিয়েছেন। এ বিষয়ে আ’লী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরউজ্জামান মনির অভিযোগ অস্বীকার করে জানান, বিএনপির লোকজন আমাদের নির্বাচনী অফিসের চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিড়ে উল্টে দায় এড়ানোর জন্য তারা পোস্টার ছেড়া ও চেয়ার বাঙচুরের অভিযোগ তুলছেন। এ বিষয়ে রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনা নির্বাচনী নয়, পারিবারিক। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।