যশোর প্রতিনিধি : যশোরে মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে মফিজ (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে ওই স্কুল ছাত্রীর মা। ১২ মার্চ বুধবার রাত সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজ সদর উপজেলার পুলেরহাট তপসীডাঙ্গা গ্রামের মোসলেম শেখের ছেলে। এ ঘটনায় পুলিশ স্কুল ছাত্রী হাফিজার মা খাদিজা বেগমকে (৪০) আটক করেছে। খাদিজা বড় ভেকুটিয়া গ্রামের নূর ইসলামের স্ত্রী।
খাদিজা বেগম অভিযোগ করেন, তার মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী হাফিজাকে বিভিন্ন সময় উত্যক্ত করতো মফিজ। বুধবার রাতে তার বাড়ির সামনে গিয়ে হাফিজাকে উত্যক্ত করলে তিনি বটি দিয়ে মফিজকে কুপিয়ে জখম করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক জানান, মেয়েকে উত্যক্তের কারণে খাদিজা মফিজকে উপর্যুপরি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মফিজের লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। একইসাথে খাদিজাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মফিজের লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। একইসাথে খাদিজাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।