জামালপুর প্রতিনিধি : রাজধানীসহ সারা দেশের সাথে দ্রুত যোগাযোগের জন্য বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের দ্বিতীয় বৃহৎ যমুনা সেতু শীঘ্রই নির্মানের আশ্বাস দিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাহাদুরাবাদ-বালাসী নৌ পথে ফেরী চলাচল শুরু হলে রংপুর বিভাগের ৮টি জেলার সাথে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিকল্প যোগাযোগ ব্যবস্থা কার্য্যকর হবে। এ যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও বঙ্গবন্ধু বহুমূখী সেতুর উপর যানবাহনের চাপ হ্রাস পাবে। তিনি ১২ মার্চ বুধবার সকালে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এলাকায় প্রস্তাবিত ফেরীঘাট পরিদর্শনকালে ওই কথা বলেন।
এসময় নৌ পরিবহন মন্ত্রী শাহ্জাহান খান, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও ফরিদুল হক খান দুলাল এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিলাহ্ এসময় উপস্থিত ছিলেন।