মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম (মনির) বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের পুরাতন পোষ্ট অফিস পাড়ার বাসার সামনে থেকে বোমা দুটি উদ্ধার করে।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান স্থানীয়রা সকালে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা মনিরুরের বাসভবনের সামনে দেখতে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে নিস্কৃয় করে। পূর্ব শত্রæতার জের ধরে কেউ বোমা দুটি রেখে যেতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে থারণা করছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)