মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর শহরের উপকন্ঠে বন্দর গ্রামের মসজিদ থেকে হরতাল অবরোধ মামলার সন্দেহভাজন জামায়াত-বিএনপির কর্মী হিসেবে ২৭ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
মেহেরপুর পুলিশ সুপার এ.কে.এম নাহিদুল ইসলাম জানান, হরতাল অবরোধের সময় সড়কের দু’পাশে গাছ কাটা ও ককটেল বিস্ফোরণের মামলার আসামি ধরতে বন্দর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ২৭ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে এদের মধ্যে নিরাপরাধ কেউ থাকলে তাদের ছেড়ে দেয়া হবে। আটককৃতরা হলেন, বন্দর গ্রামের মোহন আলী (৫৫), বুলু খান (৫৫), আব্দুস সাত্তার (৬৫), আব্দুল কুদ্দুস (৫০), রুপচাঁদ (৭০), শফিউদ্দীন (৭৫), শাকের আলী (৭০), নাসিম (৬৫), সুরমান (১৯), ইদ্রিস আলী (৪৫), রহিম (১৭), বখতিয়ার (৪০), আতিয়ার (২৭), শওকত (৩৮), তমলিম (৩৫), কেরামত আলী (৭০), লাল মোহাম্মদ (৭৫), গিয়াস উদ্দীন (৭০), নজরুল (৮৫), ফজর শেখ (৮২), জনা উদ্দীন (৯০), সাহাব উদ্দীন (৬৫), মতিন (৭৮), জাফর আলী (৭৬), মফিজার (৯০)। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে তাদের আটক করে থানায় নেয়া হয়। থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।