সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহার উপজেলার শীতলডাঙ্গা গ্রামের সহায় সম্বলহীন ভ্যান/রিক্সা চালক সাইফুল ইসলামের কন্যা ও সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের এবারে এইচএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্রী শারমিন আক্তার (১৮) এর দু’টি কিডনী অকেজো হয়ে পড়েছে। ইতোমধ্যে ঢাকা সহ বিভিন্ন স্থানে নিয়ে তার চিকিৎসা করতে পরিবারের সকল সম্পদ শেষ হয়ে গেছে। বর্তমানে তার প্রয়োজনীয় চিকিৎসা ব্যায় নির্বাহ করার সামর্থ অসহায় ওই পরিবারের না থাকায় বিনা চিকিৎসায় জীবন প্রদীপ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনী বিভাগে মেধাবী ছাত্রী শারমিন আকতার চিকিৎসাধীন রয়েছে। দায়ীত্বে নিয়জিত চিকিৎসকগন জানিয়েছেন তার সুচিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষাধীক টাকার প্রয়োজন। অসহায় শারমিনের পরিবারের পক্ষে অপারেশন ও কিডনী প্রতিস্থাপনের জন্য এত টাকা যোগাড় করা কোনক্রমেই আর সম্ভব নয়। মেধাবী ছাত্রী শারমিন আকতারের চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে দেশের বিত্তবান দানশীলদের নিকট সাহায্যের জন্য আকুল আবেদন করা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা- মার্কেন্টাইল ব্যাংক, সাপাহার শাখা চলতি হিসাব নং-০১৩৫১২১০০০২৭৯৪১। মোবাঃ- ০১৭১৩-৭২১৬৮৪ অথবা ০১৭১২-৬৩১৯২৮ নাম্বারে যোগাযোগের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।