শ্যামলবাংলা ডেস্ক : বিদ্যুতের দাম গড়ে ৬.৯৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা চলতি মাস থেকেই কার্যকর হবে। গত সপ্তাহে গণশুনানির পর ১৩ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ওই দাম বাড়ানোর এই সিদ্ধান্ত জানিয়েছে।
তবে আবাসিকে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ যারা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে দাম বাড়েনি বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান এ আর খান। সেচে ব্যবহৃত বিদ্যুতের দামও বাড়ছে না।
গত জানুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর বিদ্যুতের দাম এবারই প্রথম বাড়ানো হল। বিএনপির পাশাপাশি বাম দলগুলো এর বিরোধিতা করে আসছে। আওয়ামী লীগের গত সরকারের আমলে খুচরা এবং পাইকারি পর্যায়ে ১১ দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়। সর্বশেষ ২০১২ সালে সেপ্টেম্বরে খুচরা বিদ্যুতের দাম ১৫ শতাংশ এবং পাইকারির দাম ১৭ শতাংশ বাড়ানো হয়।
এদিকে সরকার নিজেদের স্বার্থরক্ষা আর পকেট ভারি করার জন্য দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন সংগঠনের নেতারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন, গণসংহতি আন্দোলন, ন্যাপ ভাসানী আয়োজিত ভিন্ন ভিন্ন মানববন্ধনে এসব অভিযোগ করেন নেতাকর্মীরা।